নিজস্ব প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ মো. কাওছার (৪৭) ও মো. মাসুম আলম (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. কাওছার ও মো. মাসুম আলম উভয়ই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. কাওছার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত নওয়াপাড়ার মৃত হাজী আব্দুল আহাদের ছেলে এবং মো. মাসুম আলম জেলার ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়ার মো. মুছা আলমের ছেলে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply