আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের নিকলীতে শিশুসহ ৩’শ জন পেলো পপি প্রকল্পের ফ্রি ঔষধ ও স্বাস্থ্য সেবা

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলার পপি ভাসমান বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের আওতায় সিংপুর ও নিকলী সদরে ফ্রি হেলথ ক্যাম্প-২০২১ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এলাকার প্রায় ৩০০ শতাধিক নারী পুরুষ ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
এতে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোঃ গোলাম কিবরিয়া এমবিবিএস বিসিএস স্বাস্হ্য এমডি শিশু কোর্স।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ও উপস্থিত ছিলেন পপির প্রকল্পের সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম। এসময় সহযোগীতায় আরো উপস্থিত ছিলেন প্যারমেডিক ফুলমালা আক্তার ও শিক্ষকবৃন্দ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বিনা মূল্যে ঔষধ পত্র ও চিকিৎসা সেবা পেয়ে পপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৬০ উর্দ্ধ হালিমা খাতুন বলেন টাকার জন্য ভাল ডাক্তার দেখাতে পারিনা। আজ টাকা ছাড়া ডাক্তার ও ঔষধ পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category