আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৮৮৬ গৃহ ও ভূমিহীন পরিবার যাচ্ছে নতুন ঘরে

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে গৃহহীনরা পাচ্ছেন ৮৮৬ নতুন ঘর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘর দেওয়া হবে গৃহহীনদেরকে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এসব তথ্য জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুলাল চন্দ্র স‚ত্রধর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ মাসউদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় জেলার ১৩টি উপজেলায় জমি ও গৃহহীন ৬১৬টি পরিবারকে ঘর দেয়া হচ্ছে। এছাড়া জেলার ইটনা উপজেলার আড়ালিয়া ও মজলিশপুর এলাকায় দু’টি ব্যারাকে নির্মাণ করা হয়েছ ২৭০টি নতুন ঘর। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য এ প্রকল্প বাস্তবায়ন করছেন বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আগামী শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category