আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুই জন আটক

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকা হতে দুই কেজি গাঁজা এবং দুইটি মোবাইল সেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

র‍্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাবের নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। পরে র‍্যাবের
গোয়েন্দা নজরদারীতে তথ্যের সত্যতা পাওয়ায় ৭ জানুয়ারি বেলা অনুমান ৫:১০টায়
র‍্যাব- ১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল পাকুন্দিয়া পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল মিয়া(২৬), পিতা-মোঃ চান মিয়া, সাং-জাফরনগর, ইউপি-শ্রীনগর, থানা-ভৈরব, এ/পি-সাং- কালিপুর মধ্যমপাড়া, ১২নং ওয়ার্ড, থানা-ভৈরব ২। পরশ(২১), পিতা-নবী হোসেন, সাং- কালিপুর মধ্যমপাড়া, ১১ নং ওয়ার্ড, থানা-ভৈরব, উভয় জেলা-কিশোরগঞ্জদ্বয়কে
দুই কেজি গাঁজা এবং দুইটি মোবাইল সেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে
দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করায় ধৃত আসামীর বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা
দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে,মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category