আজ ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ–১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে ২০ কিলোমিটার জুড়ে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে, মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থীর ২০ কিলোমিটার জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একাধিক স্থানে সড়কের এক পাশ আংশিকভাবে বন্ধ হয়ে পড়ায় ভৈরব, মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ শহরমুখী যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।
এ কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, সাবেক স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম এবং তাদের অনুসারী হাজারো নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচি পালন কালে বক্তারা বলেন, কিশোরগঞ্জ–১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দলীয়ভাবে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন না করে মনোনয়ন দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। নেতারা অবিলম্বে মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকে প্রার্থী করার দাবি জানান। দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আগামী ২৬ ডিসেম্বর ভৈরব রেলপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় বিএনপি গত ৪ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে কিশোরগঞ্জ -১ সহ ৩৬টি আসনে প্রাথমিক মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটি। এরপর থেকেই আন্দোলন সংগ্রামে নামেন বিএনপির মনোনয়ন বঞ্চিত এই ৫ প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category