আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে শুক্রবার বাদ জুম্মা পাকুন্দিয়া মডেল মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ শুরু করে পাকুন্দিয়া পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মিছিল শেষ করে জুলাই সংগঠক এস

বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’; ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’; ‘ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’ এবং ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ এমন বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে জুলাই সংগঠক এস এম রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ফেকামাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব, প্রকৌশলী আরিফুল ইসলাম,
বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ ক্ষোভ প্রকাশ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় ফেকামাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এই দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। আগামী দিনে কেউ যদি বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়, তবে বাংলাদেশের যুবসমাজ তা মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category