আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি ‘বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা ও শাস্তির দাবি’

শফিক কবীর : দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চীফ রিপোর্টার (জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, নির্বাচন কমিশন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র সদস্য, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য) সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে মোবাইলে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকির ঘটনায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ), বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা ও হুমকিদাতার শাস্তির দাবি।

মোবাইলে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকির ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় ১২ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাংবাদিক জাহাঙ্গীর কিরণ জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি খিলক্ষেতের বরুয়ায় মানবকন্ঠের অফিসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজের সঙ্গে নিউজ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং করার সময় আমার মোবাইল নাম্বারে ০১৭১২-৪৬০২৬৯ তে ০১৯০১-২০৪২০১ নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে। জরুরি মনে করে মিটিংয়ের মধ্যেই আমি ফোন রিসিভ করি। আর সঙ্গে সঙ্গেই উক্ত নাম্বার থেকে কল করে অপরিচিত ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। আমি তাকে তার পরিচয় জানতে চাইলে সে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নাঈম বলে জানায়। এসময় আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বাবা, মা তুলে গালাগাল শুরু করে। ‘তোর চিফ রিপোর্টারগিরি ছুটায়ে দিবো বলে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি সে কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন বড়হাটি গ্রামের লোক। তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় সে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত।
এ হুমকির সংবাদটি মুহূর্তের মধ্যে মানবকন্ঠ সহ ঢাকায় সকল মিডিয়া জগতের সাংবাদিকদের মাঝে ছড়িয়ে পড়ে এবং সাংবাদিকরা তাদের বিভিন্ন পেইজে ও নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে তীব্র নিন্দা ও কোন প্রকার আন্দোলন সংগ্রাম ছাড়াই এই হুমকিদাতার সর্বোচ্চ শাস্তি দেখতে চায়।
শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) লিখিত এক বিবৃতিতে ডিআরইউ’র দপ্তর সম্পাদক রাশিম মোল্লার মাধ্যমে কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।
শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) এক বিবৃতিতে বিপিজেএ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এর মাধ্যমে কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান। সেইসাথে অন্যান সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি হুমকি দাতার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নাহলে একযোগে ঢাকা সহ সারাদেশে আন্দোলনের ঘোষণা করবেন বলে জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category