আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসমান হাদিকে গুলি ক‌রায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

নিজস্ব  প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার, পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের (পদ স্থগিত) সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনকে বানচাল করতে ‘দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বিঘ্নিত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগের সময় গুলি করেন দুষ্কৃতকারীরা। এই দুটি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এসময় বি‌ক্ষোভ মি‌ছি‌লে জেলা, উপজেলা ও পৌর বিএন‌পি সহ সহযোগী অঙ্গসংগঠ‌নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category