আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, খালেদা জিয়াকে সে সুযোগ দেয়নি : যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

আল আমিন, মাধবদী সংবাদদাতা: দেশের চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, তাকে আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে?

তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মাধবদীতে উত্তর বিরামপুর ঈদগাঁ বালুরমাঠে কাজিমউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও তিন হাজার অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দিয়েছে। ফরমায়েশী আদালতে রায় দিয়ে পরিত্যক্ত বাড়িতে রেখে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা হয়েছে। শেখ হাসিনা যে অন্যায়-অত্যাচার, নির্যাতন খুন-গুম করেছে, তাই নয়। তারা শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলোও লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে। দেশের টাকা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ না হয়ে, তারা বটগাছ হয়েছে। তারা পুকুর নয়, সাগর চুরি করার ফলে দেশের এক তৃতীয়াংশ দরিদ্র ঝুঁকিতে রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে। দেশের কোন নারী-শিশু না খেয়ে থাকবে না, তাদের আর কষ্ট করতে হবে না।

খায়রুল কবির খোকন আরো বলেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনবে। আমাদের মহিলারা আর না খেয়ে থাকতে হবে না, কষ্ট করতে হবে না।

কাজিম উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি কাজী ওয়াসিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী থানা বিএনপির সভাপতি আমান উল্লাহসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category