নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫।
প্রতিযোগিতায় ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ মূল স্লোগানে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও সুজন সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা কমিটির সহায়তায় কলেজ অডিটোরিয়ামে ২৫০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
সুজনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মু আ লতিফের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের ইয়থ লিডার হাসান আল মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মাসুদুল ইসলাম, সুজন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজনের সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া।
বক্তারা বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। নির্বাচনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মাঝে দায়িত্ব বোধ সৃষ্টি এবং সঠিক ভোটাধিকার সম্পর্কে ধারণা দেওয়াই এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা বিভিন্ন বিষয়ে কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরা ১০ জনকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
Leave a Reply