নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর সোমবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের রথখলা মাঠ থেকে মাজহারুল ইসলামের পক্ষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও রথখলা মাঠে এসে জড়ো হয়। পরে সেখানে মাজহারুল ইসলাম বক্তব্য দেন।
মাজহারুল ইসলাম দলের ঐক্য ধরে রেখে সকল নেতাকর্মীদের শান্ত থেকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়ে তার বক্তব্যে বলেন, আমার কাছে এমপি মনোনয়নের চেয়ে দলের ঐক্যই বড়।
কেন্দ্রীয় কমিটি ‘সবকিছু নিখুঁতভাবে যাচাইয়ের পর আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার বিএনপির সব নেতা-কর্মী আমার দলের সঙ্গে আছেন। হাজার হাজার কর্মী আমার পক্ষে, ধানের শীষের পক্ষে মাঠে কাজ করছেন। হাজার হাজার নেতা-কর্মী আমার পক্ষে মিছিল করেছে। অথচ মনোনয়ন না-পাওয়ায় একটি অংশ দলের নির্দেশনা লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। দল মনোনয়ন তো সবাইকে দিতে পারবে না। সবাইকে রাজনীতির শিষ্টাচার ও শালীনতা বজায় রাখা উচিত।’ আমি সবাইকে অনুরোধ করে বলবো দলের পতাকাতলে এসে জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে আরো শক্তিশালী করি।
এসময় জেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, উলামাদল সহ সর্বস্তরের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply