নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিএনপি দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের আরাফাত রহমান কোকো সহ প্রয়াত সকল সদস্য এবং স্থানীয় আলেম উলামা এবং কবরদেশে শায়িত আত্নীয়-স্বজনের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ আখড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদ বিন আব্দুর রাজ্জাক ভূইয়া।
এসময় মোনাজাতে অংশ গ্রহণ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লাহ কাইসার শহীদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, সহ-সভাপতি এডভোকেট মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল সহ সকল নেতৃবৃন্দ ও সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply