আজ ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল সংস্কারের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কারের ৯ দফার প্রতিশ্রুত ব্যর্থ হওয়ায়-অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।

কিশোরগঞ্জ জুলাই ঐক্যের আয়োজনে ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরানথানা স্বাধীনতা চত্ত্বরে এ কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনকারীরা জানান, গত ৬ সেপ্টেম্বর আমাদের ৯দফা দাবির টানা আন্দোলনের ফলে হাসপাতালের প্রশাসন সকল দাবি বাস্তবায়নের প্রতিশ্রুত দিলে আমরা আন্দোলন থেকে সরে এসে সকল ধরনের সহযোগিতা করে আসছি। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরেও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া এবং অনিয়ম দুর্নীতি ও দালালদের দৌরাত্ম দিনদিন বেড়ে যাওয়ার প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি। তারা অভিযোগ করে বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অবহেলায় কিছু দিন পর পর রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এতে হাসপাতালটির প্রতি জেলাবাসীর আস্থা হারাচ্ছে। তাছাড়া,  চিকিৎসক সংকট, ভোগান্তি, অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য, দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও খাদ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা রোগীদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
তারা আরও বলেন, “সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থাপনা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের ওপর মানুষের আস্থা ও সেবার মান ফিরিয়ে আনতে আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন অবিলম্বেই করতে হবে।

আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা-শেখ মুদ্দাসিসর তুশি, ফুরাদ, আরিফ, বরকত ও নুসরাত সহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category