নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ মোঃ আক্তারুজ্জামান ভুঁইয়া ( আক্তার চেয়ারম্যান) ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন।
রোববার (২৩ নভেম্বর ) ভোরে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ ১ আসনের সম্ভব্য সংসদ পদ প্রার্থী জজ রেজাউল করিম খান চুন্নু ও উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, ওয়ালিউল্লাহ রব্বানী, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক স্পেশাল পিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও জেলা ও উপজেলার ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এবং শহরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য সকল শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ ও জানাজায় অংশ গ্রহণ করেন।
জানাজার পুর্বে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় পতাকা ও ফুলের তোড়া অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
ঐদিন বিকাল ৩ ঘটিকায় স্থানীয় স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজের কথা থাকলেও জায়গার সংকুলান হওয়ার কথা বিবেচনা করে পার্শ্ববর্তী ময়দান জমিতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply