আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের আলোচনা সভা ও নতুন জেলা কমিটি গঠন

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের আলোচনা সভা ও জেলা খুচরা সার ব্যাবসায়ি এ্যাসোসিয়েশন নামে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২২ নভেম্বর শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জ ডক্টর্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে এ আলোচনা সভা ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি তারিক আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান, সহ সভাপতি আসাদুজ্জামান ফারুক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য কাজল মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, হাওর টাইমসের সম্পাদক খায়রুল ইসলাম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন – সংস্কারের নামে নতুন সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ও ২৫% কমে সরবরাহের কারণে মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিসিআইসি অনুমোদিত ডিলাররা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। ১৯৯৫ সালে ২ লক্ষ টাকা নিরাপত্তা জামানত প্রদান করে এ ব্যবসায় যুক্ত হওয়া ডিলাররা এখন পর্যন্ত দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। নতুন নীতিমালা অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক ডিলার নিয়োগ বাস্তবসম্মত নয়। এতে একজন ডিলারকে তিনটি বিক্রয়কেন্দ্র ও গুদাম স্থাপন করতে হবে। যা অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে ব্যবসাকে অলাভজনক ও অনিরাপদ করে তুলবে। এতে সার সরবরাহ ব্যাহত হলে কৃষকেরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
২০০৯ সালের বিদ্যমান নীতিমালা অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় কখনো সার সংকট দেখা দেয়নি। বরং তারা সরকারি নির্ধারিত মূল্যে সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছেন। নতুন নীতিমালায় মাঠপর্যায়ে সার সংকট ও বিশৃঙ্খলা দেখা দিলে এর দায় সরকারকেই বহন করতে হবে। নতুন নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে আদালতে রিট আবেদন করা হয়েছে, আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যেই শুনানির মাধ্যমে একটা ফায়সাল হবে।
আলোচনা শেষে মো: হাবিবুর রহমান কে আহ্বায়ক ও মো: আ: করিম কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা খুচরা সার ব্যাবসায়ি এ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় জেলার প্রতিটি উপজেলার খুচরা সার ব্যাবসায়ি ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category