আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৩২ বোতল বিদেশী মদ সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
শনিবার ৮ নভেম্বর বেলা অনুমান ১২:২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বালিখলা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

কিশোরগঞ্জ ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিখলা এলাকায় অভিযান পরিচালনা কালে ৩২(বত্রিশ) বোতল বিদেশী মদ ও নম্বর বিহীন একটি মটরসাইকেল সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম (২৭), মোঃ সুমন মিয়া (৩০) ও মোঃ আজিজুল ইসলাম (২৪)।তারা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত বিদেশী মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা। আসামীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category