আজ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মাস্কপরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, একজনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় জেলা পরিষদের সামনে এই মিছিল করেন তারা। মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
এদিকে, মিছিলটির একটি ভিডিও ছাত্রলীগের সভাপতি সুমনের ওয়াল থেকে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগেরই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। এসময় তারা সরকার বিরোধী ‌‌‌‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এ্যাকশান এ্যাকশান ডাইরেক্ট একশান, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান মিছিলের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন সহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সকালে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে, যা ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল। আমরা খবর পাওয়ার সাথে সাথেই সাদা পোশাকের গোয়েন্দা টিম ও টহল পুলিশ টিম পৌর ছাত্রলীগ নেতা জাহিদ হাসান দিপুকে আটক করা হয়েছে। আটক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান দিপু সতাল এলাকার চাঁনমিয়ার ছেলে। মিছিলে অংশ নেওয়া প্রত্যেকটি নেতাকর্মীকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category