আজ ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

নিজস্ব  প্রতিনিধি : ভৈরব রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকে পাথর নিক্ষেপের মতো সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও কিশোরগঞ্জকে অখণ্ড রাখার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অখণ্ড কিশোরগঞ্জ জেলা রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আন্দোলনের ১০ সদস্যের এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকারের ভূমিকা প্রশংসনীয় হলেও, ভৈরব রেলস্টেশনে ট্রেনে হামলার মতো ঘটনা সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হতে পারে।কিশোরগঞ্জের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, অখণ্ড কিশোরগঞ্জ জেলা রক্ষা আন্দোলন-এর মুখপাত্র জগলুল হাসান চয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, ২৪আন্দোলনের সংগঠক আশরাফ আলী সোহান, ইসলামী ছাত্রশিবির গুরুদয়াল সরকারি কলেজ শাখার সেক্রেটারি আহসান উল্লাহ, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদাচ্ছির তুসি, হয়বতনগর বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জনি প্রমুখ। তারা জানায়, অখণ্ড কিশোরগঞ্জ রক্ষায় আমরা সবসময় সোচ্চার আছি। আর যেকোনো দাবি আদায়ে যেকেউ আন্দোলন সংগ্রাম করতেই পারে এটা তাদের অধিকার। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ও রাষ্ট্রীয় সম্পদে হামলা মেনে নেওয়া যায় না। সম্প্রতি ভৈরবকে জেলার দাবিতে আন্দোলনে ট্রেন আটকিয়ে হামলার ঘটনায় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যাক্ষারজনক ঘটনা ঘটাতে নাপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category