আজ ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সড়ক বিভাগের বিনামূল্যে হেলমেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সড়ক বিভাগের উদ্যোগে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি – কমবে জীবন ও সম্পদের ক্ষতি স্লোগানে দেশব্যাপী পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর বুধবার বিকেলে জেলা শহরের বটতলায় এ কার্যক্রম পালিত হয়।
উক্ত কার্যক্রমে মোটরসাইকেল চালকদের সকল কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধ ২৫ জন চালকের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করেন কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।
এসময় কার্যক্রমে সহযোগিতা করেন বিআরটিএ কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, ট্রাফিক বিভাগ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী বিজয় কুমার বসাক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, মোটরসাইকেল চালকগণ অনাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় পতিত হলেও মানসম্মত হেলমেট জীবন বাঁচাতে সহায়ক। তাই চালকদের সচেতন ও হেলমেট পরিধানে আগ্রহী করতেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন। আমরা বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সহযোগিতায় গাড়ির বৈধ কাগজ ও ড্রাইভিং লাইসেন্সধারী ২৫ জনকে হেলমেট দিয়ে উৎসাহ দিয়েছি, ভবিষ্যতেও আমাদের সাধ্য অনুযায়ী এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category