আজ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় স্বামী স্ত্রী কে অজ্ঞান করে ৫ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষ টাকা লুট করেছে ডাকাত দল

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধি :  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মধ্যে রাতে দরজা ভেঙে স্বামী স্ত্রী কে অজ্ঞান করে ৫ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষ টাকা লুট করেছে ডাকাত দল। পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়ন কোদালিয়া সহরুল্লাহ বাড়িতে বুধবার ( ১ অক্টোবর) দিবাগত রাতে এঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক শামিম ও তার স্ত্রী ।

স্থানীয়রা জানান, রাত ১টার পড়ে ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটিতে জানালা এবং দরজা হামলা চালায়। তারা বাড়ির একাধিক ইউনিটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মুখে চেতনানাশ ঔষধ দিয়ে জিম্মি করে বাসার ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সব মালামাল লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক ব্যবসায়ী শামিম মিয়া বলেন, ‘রাত ১টার পর আমার ঘুমিয়ে পড়ার ডাকাত আমার দুই জন কে চেতনা নাশক ঔষধ দিয়ে জিম্মি করে। আলমারি ভেঙে ৫ লাখ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতরা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category