আজ ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমলাতান্ত্রিক জটিলতা দূর করে ইট প্রস্তুতকারীদের সহযোগিতা করুন

নিজস্ব কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের ডক্টরস মিলনায়তন ভবন এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার যখন যে নিয়ম জারি করেন আমরা ভাটা মালিকরা তা বাস্তবায়ন ও পালন করতে সচেষ্ট হই। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের হয়রানি বা ক্ষতির মুখে পড়তে হয়। আমরা এর থেকেও মুক্তি চাই।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুজ্জামান হাবলু মোল্লা,   সাবেক মুক্তিযোদ্ধের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে হয়রানি মূলক সার্বিস বন্ধ করে ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category