আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচন হবে এদেশের পক্ষে ভারতের বিপক্ষে – শায়েখে চরমোনাই

শফিক কবীর কিশোরগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণ হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে দলটির জেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জ জেলা শহরের ‌চরশোলা‌কিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী, জি. এম. রুহুল আমীন, জেলা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি, জেলা দ্বীনি সংগঠনের মাওলানা শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ।

প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন হবে এদেশের পক্ষে ভারতের বিপক্ষে, দালালের বিপক্ষে, সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষন ও ইভটিজিং এর বিপক্ষে, নির্বাচন হবে সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষন ইভটিজিং ও দুর্নীতি, জুলুম মুক্ত ইসলামের পক্ষে।
তিনি আরও বলেন, শতকরা ৭১/% মানুষ চায় পিআর পদ্ধতি নির্বাচন, কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজ ও জুলুমবাজ দল চায় ফ্যাসিস্ট হাসিনার মতো কেন্দ্র দখলের নির্বাচন। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার, জুলাই আন্দোলনে গণ হত্যার বিচার নিশ্চিত করে পিআর পদ্ধতিে নির্বাচন উপহার দিতে, তানাহলে এদেশের আলেম সমাজ প্রয়োজনে আবারও রক্ত দিবে, তবু কোন অবস্থাতেই নির্বাচন হতে দিবে না

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন জেলা শাখার  সহ-সভাপতি রুকন উদ্দিদ, মাও: এ.বি এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হাদিউল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহাদ সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকগণ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে শেষে মোনাজাতের মাধ্যমে এই গণ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ভিন্ন ভিন্ন স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category