নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ পৌরসভার শোলাকিয়া নীলগঞ্জ মোড় ভূইয়া বাড়ী নিবাসী পুরান থানা লতিফ প্লাজার স্বত্বাধিকারী ও সমাজসেবক মোঃ শাহাব উদ্দীন ভূঁইয়া শোক শ্রদ্ধায় সমাহিত হয়েছেন।
মঙ্গলবার বাদ যোহর শহীদি মসজিদে অনুষ্ঠিত জানাজার নামাজের পর শোলাকিয়া বাগেজান্নাত নূরানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, হাজী ইসরাইল ইসলাম, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খালেকুজ্জামান, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শেখ আসাদুজ্জামান খোকন, পুরানথানা ব্যবসায়িক সমিতির সভাপতি মোঃ লায়েক আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিউল আলম আরজু, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, নিরাপদ সডক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানসহ শহরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, অন্যান্য শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয়মাস যাবৎ ঢাকায় চিকিৎসা নিয়ে এসে চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাসায় ১১ আগষ্ট সোমবার দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন লতিফ ভুইয়া পরিবারের ৬ ভাই ও ৪ বোনের একজন। জীবদ্দশায় তিনি ছিলেন কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সহ-সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, ডি এল লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
মৃত্যুকালে ১ ভাই ২ বোন, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতী-নাতনীসহ বংশের অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply