নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণ হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা কমিটি।
রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
তিনি সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগীতা কামনা করে জানান, আগামী মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে শৃঙ্খলা ও সর্বোচ্চ নিরাপত্তায় লক্ষাধীক লোকের উপস্থিতিতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন জেলা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি, সহ-সভাপতি রুকন উদ্দিদ, মাও: এ.বি এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হাদিউল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মুফতি আবু হানিফ, সদস্য মাওলানা আব্দুস সাত্তার, জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহাদ সহ আরও অনেকেই।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংবাদ সম্মেলনের শুরু করে শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়। মোনাজাতের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ।
Leave a Reply