আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৮৩ ব্যাচের বৃক্ষরোপন ও নতুন এসি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৩ ব্যাচের আলোচনা সভা, বৃক্ষরোপন ও নতুন এসি উদ্বোধন করেন ৮৩ ব্যাচের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।
এসএসসি ৮৩ ব্যাচের আহ্বায়ক ও সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের আয়োজনে ২৭ জুলাই রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ৮৩ ব্যাচের সৌজন্যে গাছের চারা রোপণ, অফিস রুমে দুটি নতুন এসি উদ্বোধন ও বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা ও শিক্ষক শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর আগে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানার সঞ্চালনায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন – ৮৩ ব্যাচের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।
তিনি স্কুলের ইতিহাস ও ২৪ জুলাইয়ের প্রেক্ষাপট তুলে ধরে স্কুলের বর্তমান অবস্থা এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সেই সাথে বর্তমানে পড়াশোনার মান সম্পর্কে খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করেন।
এসময় ৮৩ ব্যাচের প্রাক্তন ছাত্র নারায়ণ চন্দ্র দাস, রোমেল, আ: রউফ, উক্ত স্কুলের শিক্ষক ফজলুল হক, লিটন, আলমগীর হোসেন, মাসুদ, বাহার, শাহীন, হাজী এমদাদ খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন,  প্রাক্তন ছাত্র কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলার সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ফারুকুজ্জামান, ছাত্রদল নেতা সায়েম সুমন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category