আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈমাম রইছ উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর জেলার পুবাইলের অদূরে আখলা দুল জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব রইছ উদ্দিনকে নির্মম ভাবে হত্যা করার প্রতিবাদে কিশোরগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। ৩মে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন দরবার ও খানকা শরীফ হতে আগত বিভিন্ন পীর মাশায়েখগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিদ্দীকিয়া দরবার শরীফের পীরজাদা মৌলানা মো: শফিকুল ইসলাম সিদ্দীকি সাধারন সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত, বৌলাই তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন, পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সাল চকমতি দরবার শরিফ, মুফতি রুহুল আমিন, আব্দুল হক ফকির, আলহাজ্ব রিয়াজউদ্দিন মাস্টার, মাওলানা রুমান আশরাফী, আশরাফুল ইসলাম, শাহ মোহাম্মদ বাতেন শাহ, পীরজাদা আসলাম শাহ প্রমুখ পীর মাশায়েখ বৃন্দ।
আরো আলোচনা করেন মো আবু তাহের, মাওলানা আলীমুদ্দিন সিদ্দিকি, ডা: জোবায়ের আহমদ, মাওলানা সায়েম সিদ্দীকি, মাওলানা সিদ্দিকুর রহমান আল কাদরী, মাওলানা আবুল খায়ের চুন্নু সিদ্দিকি, মাওলানা গাজী নুরুল ইসলাম।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী যুগ্ন সাধারন সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জ।
বক্তারা বলেন, আপনারা অবগত আছেন যে গত ২৭ এপ্রিল গাজীপুর জেলার পুবাইলের অদূরে আখলা দুল জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব রইছ উদ্দিন (৩৫) কে মব তৈরি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নিন্দনীয় এই ঘটনায় পুলিশ প্রশাসন এখন পর্যন্ত মামলা গ্রহনে গড়িমসি করছে।
সারাদেশে আলোড়িত এহেন কান্ডে ক্ষোভে ফুসে উঠছে তরীকাপন্থী সুন্নী সমাজ ও সাধারন মানুষ, কিশোরগঞ্জেও এর ব্যাতিক্রম নয়। ন্যাক্কারজনক এই ঘটনায় মামলা গ্রহণ ও সুষ্ঠু বিচারকার্যের জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জের সকল দরবার শরীফের অংশগ্রহণে এই প্রতিবাদ ও মানববন্ধনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category