আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব  প্রতিনিধি :  কিশোরগঞ্জে একটি বাসা থেকে আমিনুল ইসলাম (৩১) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের নিউটাউন তারাপাশা পূর্ব এলাকার শরীফুল ইসলামের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি বিগত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন। শরীফুল ইসলামের বাসায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল। ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল।
জানা যায়, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে গত ০৫ এপ্রিল আমিনুল ইসলাম তার কর্মস্থল কিশোরগঞ্জ এসেছিলেন। ০৬ এপ্রিল ডিউটি করেন। ০৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওইদিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানায়, গতকাল সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সারা না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category