আলমগীর হোসেন, নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জ নিকলীতে আজ ৬ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন হলরুমে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে,পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও আইন – শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ,প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল কুমার দে,পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসীন উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার জিএম সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমুল হুদা,সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, সমবায় অফিসার সালেহা খাতুন,সহকারী প্রোগ্রামার এফ এম নুরুজ্জামান,ইউ ডি,এফ,দূর্গা রানী সাহা,তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি, নিকলী উপজেলা বিএনপি সভাপতি বদরুল মোমেন মিঠু, জামায়েতে ইসলামের আমির মোঃ আবুল হোসেন, নিকলী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওঃ মোঃ শেখ সাদি, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ কফিল উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক আবীর,বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্শেদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রবৃন্দ, উপজেলার বিভিন্ন বাজারের বনিক সমিতির সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ,সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।
Leave a Reply