আলমগীর হোসেন নিকলী: নিকলীতে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শীত বস্ত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শীত বস্ত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্টানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সৌরভ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, ইউ ডি এফ দূর্গা রানী সাহা,নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বিউটি আক্তার,নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আলী, ,নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী সংস্থা সভাপতি মোঃ জামাল উদ্দিন, নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সম্পাদক ও প্রযোজক জসিম উদ্দিন, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মাসুদ নকীব,শিরিন আক্তার, রিমা আক্তার, জাহানারা অনিমা, ফরিদা আক্তার, মনিরা আক্তার, আবু বক্কর, কনিকা, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও অভিভাবক সাংবাদিক বৃন্দ প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন,প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ তাদের প্রতিভা অনেকাংশে বেশী তাদের এই প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। এতে প্রয়োজন তাদের উপযুক্ত সহায়ক পরিবেশ সৃষ্টি করা, আর এই প্রতিবন্ধী স্কুলটি সহায়ক হিসেবে সহযোগিতা করছে। এসব শিশুদের নানান স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমাদের সবার। দেশকে উন্নত ও একটি কল্যান রাষ্ট্র গড়ে তুলতে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ গুরুত্বপূর্ন।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি—যেখানে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা,সাধারন জ্ঞান প্রতিযোগী শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Leave a Reply