আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে “উত্তরণ” এর আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে, কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ গয়ালাপাড়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ্।
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহযোগিতায়, উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজিত সভায়, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিনের সভাপতিত্বে এবং মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর পরিচালনায় এতে বিশেষ আলোচক হিসেবে  বক্তব্য রাখেন – সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এমাজ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উত্তরণ সমাজ কল্যান সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মাস্টার,  জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর।
শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উত্তরণ সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা শফিউল আলম।
অতিথিগণ তাদের বক্তব্যে মাদকের কূফল ও পরিত্রাণের উপায় এবং বাল্য বিবাহ উপর বিশদভাবে আলোচনা করেন।
আলোচনা সভায় এসময় স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও অবিভাবক ও সববয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category