আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসুন্দা নদী বাঁচাতে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কিশোরগঞ্জে নরসুন্দা নদীর প্রবাহ সৃষ্টির জন্য মানব বন্ধন অনুষ্ঠিত।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও পরিবেশ রক্ষা মঞ্চ পরম এর আয়োজনে ১৪ মার্চ রবিবার সকাল ১১ টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশে নরসুন্দা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে পরিবেশ রক্ষা মঞ্চ পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ সাদীর সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব কবি বাঁধন রায়, শিল্পী আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ
পরিবেশ আন্দোলন বাপার পরিবহন ও পরিকল্পনা উপ কমিটির সদস্য সচিব সাংবাদিক শফিক কবীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার (প্রত্নতত্ত্ব) উপকমিটির সদস্য সচিব আমিনুল হক সাদী ,শিক্ষক কামরুজ্জামান, এডভোকেট হামিদা বেগম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, কলেজ ছাত্রী রৌনক জাহান অনন্যা প্রমুখ।

মানববন্ধনে নরসুন্দা নদীকে প্রবাহ সৃষ্টির জন্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন – ব্রহ্মপুত্রের শাখা নরসুন্দা হোসেনপুরের চরজামাইল কাউনা দিয়ে কিশোরগঞ্জ শহরের বুক চিরে প্রবাহিত হয়ে ধনু নদীতে গিয়ে মিলেছে মৃতপ্রায় নরসুন্দা নদীটি। ৮০ দশকের শুরুতে কাউনায় অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে নরসুন্দা নদীর প্রাণপ্রবাহ বন্ধ করে দিয়ে নরসুন্দা নদী কে হত্যা করা হয়। যার ফলে শুকনো মৌসুমে এখন নরসুন্দায়় পানি নেই ভরা মৌসুমে নেই প্রবাহ, ফলে নরসুন্দা নদী পরিণত হয়েছে নোংরা, ময়লা ও আবর্জনার ভাগারে।
তাই বাপা ও পরমের পক্ষ থেকে কাউনার বাঁধ খুলে মূল ব্রহ্মপুত্র থেকে খাল কেটে নরসুন্দার উৎসমুখে সংযোগ করা, নদীর সীমানা নির্ধারণ করে সঠিক পিলার স্থাপন করা, নরসুন্দার খনন কাজে সংগঠিত দুর্নীতির তদন্ত পূর্বক দোষীদের বিচারের আওতায় আনা ও সম্পূর্ণ নদী পুণ-খননের দাবী সহ যারা ময়লা আবর্জনা ফেলে নোংরা নরসুন্দাকে দুষণ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করা হয়।

এ সময় বাপা ও পরমের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,
জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category