নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ পৌর শহরের চরশোলাকিয়া বাগপাড়ায় মাদককে লাল কার্ড দেখিয়ে হাজারো দর্শকের মন মাতিয়ে অনুষ্ঠিত হলো উত্তেজনাপূর্ণ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) রাতে বাগপাড়া বাগানবাড়ি সংলগ্ন মাঠে এ মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের সাবেক সভাপতি মো. ফারুকুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সমাজসেবক হাফিজুল ইসলাম তুহিন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী, শোলাকিয়া ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক আকরাম হোসেন। এছাড়াও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট আহ্বায়ক হাদিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বর্তমান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উদ্বুদ্ধ করেন। সেই সাথে এলাকার শিক্ষা, সামাজিক ও খেলাধুলায় সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ১-১ গোলে ড্র হলে, ট্রাইবেকারে বাগানবাড়ী স্কোয়াড ৩-২ গোলে বাগানবাড়ী জুনিয়রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচ শেষে টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে কক্সবাজার ভ্রমণের সুযোগ ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ দলকে স্থানীয় পার্কে উন্মুক্ত বিনোদন, মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল।
মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে মোট ৮টি দল অংশ নেয়। দলগুলো তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে নারী-পুরুষ ও ফুটবল প্রেমীদের মন জয় করে মাঠ ত্যাগ করেন।
টুর্নামেন্টের ফাইনাল শুরুর আগে পরিবেশিত হয় জাতীয় সংগীত, অতিথিগণ মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত ও ফুটবল স্পর্শ করে খেলার উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গেই আতশবাজির শব্দ ও ফানুসে রঙিন হয়ে উঠে আকাশ, শুরু হয় একতা নাট্যগোষ্ঠীর শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যানুষ্টান। খেলা শুরুর সাথে সাথেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালন করা হয় ১ মিনিট নিরবতা। খেলাটি পরিচালনা করেন জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আল আমিন।
টুর্নামেন্ট উপলক্ষে খেলার মাঠসহ পুরো এলাকা বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমী ও স্থানীয় হাজারো নারী-পুরুষ শীতের কুয়াসা উপেক্ষা করে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
Leave a Reply