নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এ বি ছিদ্দিক হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়ার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এতে মোহাম্মদ উল্লাহ (সালামত) কে সভাপতি এবং মোঃ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন পত্র প্রেরণ করা হয়।
কমিটি অনুমোদনের পর কিশোরগঞ্জ জেলা শহরের একটি কনফারেন্স রুমে নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম অধিবেশন ও পরিচিতি সভায় সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনার শুরুতে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ও অন্যান নেতৃবৃন্দ, সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান।
আলোচনা শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় যুগ্ম আহ্বায়ক এম. এ. হানিফ, নয়ন দেবনাথ, মোঃ গোলাপ মিয়া, আল-আমিন, আমিনুল ইসলাম, মুনমুন, সদস্য সেলিম জাবেদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply