নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুক’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ড. এম ওসমান ফারুক’র পক্ষে করিমগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জিপি জালাল মোহাম্মদ গাউস, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশাররফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলামসহ উপজেলার অসংখ্য নেতাকর্মী।
Leave a Reply