আজ ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ঐতিহাসিক রথখলা মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-০১ আসনের এমপি পদপ্রার্থী মাজহারুল ইসলামের নেতৃত্ব আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা যুবদলের সভাপতি জিএস শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামী ২৫ তারিখে আমাদের দেশনেতা তারেক রহমান মা ও মাটির টানে নিজ জন্মভূমিতে ফিরে আসবেন। এতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। আমাদের নেতা আবারও আমাদের মাঝে ফিরে আসছেন।তাই, আগামী ২৫ তারিখ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে (৩০০ ফিট এলাকায়) সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি টানেন।
এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ অনান্য অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category