আজ ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির মনোনীত প্রার্থীর পরিবর্তন চেয়ে ৫ মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন বঞ্চিত ৫ জন প্রার্থী।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ৪ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে কিশোরগঞ্জ -১ সহ ৩৬টি আসনে প্রাথমিক মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালি।
লিখিত বক্তব্যে তিনি মনোনয়ন প্রাপ্ত মাজহারুল ইসলামকে আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ উল্লেখ করে অবিলম্বে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল, ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এ সময় মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য যে কাউকে দলের মনোনয়ন দেয়ার দাবি জানান প্রভাবশালী এই ৫ বিএনপি নেতা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category