আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের চারজন সহ ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের চারটি আসনের প্রার্থী সহ ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
এতে কিশোরগঞ্জ – ২ আসনে (কটিয়াদী-পাকুন্দিয়া) বিজ্ঞ পিপি অ্যাড. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ – ৩ আসেন (করিমগঞ্জ-তারাইল) সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম উসমান ফারুক, কিশোরগঞ্জ – ৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম) বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুর রহমান ও কিশোরগঞ্জ – ৬ আসেন (ভৈরব-কুলিয়ারচর) জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কিশোরগঞ্জ – ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ – ৫ (নিকলি-বাজিতপুর) স্থগিত রাখা হয়েছে। যা পরবর্তীতে প্রকাশ করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।
এসময় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category