 
            
                            
                       আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীর নরসিংদীর সার্বিক উন্নয়ন কর্মসূচী বিষয়ে নিজের অবস্থান উপস্থাপন করেছেন নরসিংদী-১ (সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মহিউদ্দিন জামিল।
৩১ অক্টোবর শুক্রবার সকালে নরসিংদী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নরসিংদী জেলা খেলাফত মজলিস।
একইসাথে শিল্পনগরী এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত নরসিংদীতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ভালো মানের বিশ্ববিদ্যালয় নেই উল্লেখ করে মহিউদ্দিন জামিল বলেন, নরসিংদীতে পঞ্চাশের বেশী কলেজ থাকলেও নেই ভালো মানের কোনো বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হলে নরসিংদীতে ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন খেলাফত মজলিসের এই প্রার্থী।
জুলাই বিপ্লব পরবর্তীতে নরসিংদীর ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে নরসিংদীতে কোন শিল্প প্রতিষ্ঠানে এক টাকার চাঁদাবাজি হবে না, সেই ওয়াদা আমরা দিচ্ছি। নরসিংদীর একসময়ের জনপ্রিয় সুতা শিল্প এবং তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়েও কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নরসিংদীর বিপুল সংখ্যক প্রবাসীরা যাতে দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় এই সমস্যার সমাধানে উচ্চতর প্রশিক্ষণের পাশাপাশি বৈধভাবে বিদেশ যেতে প্রবাসীদের সার্বিক সহযোগিতার ঘোষণা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে।
তরুণদের উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা সহ বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডের বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেন খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মহিউদ্দিন জামিল।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী নুরুল আফছার আল আজাদ শাহীন, বিশিষ্ট লেখক মঈন মুরসালিন, এডভোকেট ত্ওহীদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার ইসমাইল মোল্লা, অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, মাওলানা শামসুদ্দিন, মাওলানা শরীফুল ইসলাম, নুরুল আফছার শাহীন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা এনামুল, কামাল হোসেন, মাওলানা জহির, মাওলানা কাউসার ও মাওলানা এনায়েত উল্লাহ সহ প্রমুখ।
Leave a Reply