এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। বুধবার (৩সেপ্টম্বর) দুপুরে দুটি পৃথক স্থানে র্যালী ও আলোচনা সভা করে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে পাকুন্দিয়া সদর ঈদ্গাহ মাঠ থেকে দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় ঈদ্গাহ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি কামাল উদ্দিন।
এ সময় জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. কদ্দুছ মোমেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ্ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর বারোটার দিকে পাকুন্দিয়া পাটমহলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে পৌরসদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা করা হয়।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন ।
পাকুন্দিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের সুজনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যগ্ম আহবায়ক মোঃ তৌফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, মাহমুদুজ্জামান রিপন, আব্দুস ছাত্তার, বোরহান উদ্দিন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।
Leave a Reply