আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী স্বৈরাচারী প্রেতাত্নারা মাথাচাড়া দেয়ার চেস্টা করছে, তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবার সজাগ থাকতে হবে।
৫ আগস্ট মঙ্গলবার বিকেলে জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে নরসিংদীর মাধবদী এস পি ইনস্টিটিউশন স্কুলের বড় মাঠে নরসিংদী সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় খায়রুল কবির খোকন বলেন, এটা খালেদা জিয়ার বিএনপি এটা তারেক জিয়ার বিএনপি এই দল কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। একটা অবাধ সুস্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগীতা করবো যদি ইসলামী দল ও এনসিপি’র দল ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করে তবে বিএনপি সহ জনগন রূখে দাড়াবে। জনগণের বিপক্ষে গেলে কি পরিনতি হয় তা শেখ হাসিনার আওয়ামীলীগ দেখেছে তাই জনগণের পক্ষে থেকে জনগনের অধিকার আদায়ে যা যা করার দরকার বিএনপি তা করবে। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগীতা করবো। আওয়ামীলিগের দোসরদের এদেশে রাজনিতি করার কোন অধিকার নেই।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোন সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।
মাধবদী এসপি ইনস্টিটিউশন স্কুলের বড় মাঠ থেকে শুরু করে বিজয় র্যালিটি মাধবদী পৌরসভা মোড় হয়ে বাজারের গুরুত্বপূর্ণ গলি প্রদক্ষিন করে শহরের ম্যানচেস্টার চত্তর শিতলা বাড়ি মোড় হয়ে ঢাকা সিলেট মহা সড়কের মাধবদী বাসস্ট্যান্ড এসে শেষ হয়। এতে নরসিংদী সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপি সহ ইউনিয়ন, ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply