আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার মতবিনিময়

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন রোববার ১৩ জুলাই বাদ আছর প্রেসক্লাব হলরুমে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক খোরাকের সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান সিরাজ, মোঃ ওবায়দুর রহমান, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাপ্তাহিক জনতার চিন্তার সম্পাদক ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অফিস সেক্রেটারী ইসমাইল হোসেন ভূঁইয়া, জামায়াত নেতা আওলাদ হোসেন, মোমেন মিয়া সহ মাধবদী প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম, মোঃ আল আমিন, কাজি জয়নাল আবেদিন, ফজলুল হক মিলন, হাজী ছবির মিয়া, মোঃ রেজাউল করিম, মুহাম্মদ মুছা মিয়া, মোঃ মনিরুজ্জামান, সুমন চন্দ্র পাল, মোঃ জাকারিয়া প্রমূখ।

মতবিনিময় সভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া মাধবদী প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। এসময় ক্লাবের সাংবাদিকগন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি প্রার্থী  ইব্রাহীম ভূঁইয়া বলেন নরসিংদী ও মাধবদীতে আমি দীর্ঘদিন যাবত ব্যাংকিং সেবা দিয়ে এসেছি। এই এলাকার সবার সাথেই আমার জানাশুনা আছে। আগামী সংসদ নির্বাচনে আমি আপনাদের সহযোগীতা চাই। আমাদের নরসিংদীর মেঘনা নদী, পাহাড়ি টিলাকে ব্যবহার করে পর্যটন এলাকা গড়ে তোলার মতো স্থান পড়ে রয়েছে। মাধবদী বস্ত্রশিল্পের যোগানদাতা হিসেবে একটি টেক্সটাইল কলেজ, মেডিকেল কলেজ এখানে প্রতিষ্ঠা করা জরুরী। কিন্তু এই সুযোগ গুলো আমাদের হয়নি। তাই আমি আশা করব আগামীর নরসিংদী-মাধবদী গড়তে আপনারা আমাদের সাথে থাকবেন। অতিতে আমাদের নিউজগুলো আপনারা খুবই সুন্দরভাবে প্রচার করেছেন, ভবিষ্যতেও সত্যনিষ্ঠ নিউজগুলো প্রচার করবেন বলে আমি আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category