পাকুন্দিয়া প্রতিনিধি:- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভা লক্ষিয়া,উচ্চ বিদ্যালয় মোড়ে আজ শুক্রবার (৪জুলাই) বিকেলে লক্ষিয়া,যুবসমাজের কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল বিবাহিত বনাম অবিবাহিত । খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ।
খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র আঃ কদ্দুস এবং সঞ্চালনা ছিলেন সাংবাদিক আবু হানিফ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক, সাবেক ভিপি চরফারদীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন।উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ( জর্জ) যুগ্ন আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা যুবদল।
এছাড়াও দিদারুল আলম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা ছাএদল কিশোরগন্জ, মোঃ রুস্তম আলী, সমাজ সেবক, সাংবাদিক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। তারা আরও বলেন, জয়-পরাজয় মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মন-মানসিকতা অর্জন করতে হবে। বর্তমান সমাজে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার চর্চা অত্যন্ত জরুরি।খেলা ফলাফল হলো অবিবাহিত ৪বিবাহিত ২
Leave a Reply