নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান: শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কিশোরগঞ্জ শাখার স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ ডক্টর’স মিলনায়তন ভবনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।
রক্তদান কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহবায়ক ডাঃ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনটির আহবায়ক ডাঃ এস.কে.এম. নাজমুল হাসান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ মীর সাদ সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন – জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব নেতা ডা. আতিকুল সারোয়ার, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিজ্ঞ পিপি এডভোকেট জালাল উদ্দীন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সভাপতি আমিরুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, ডা: একরাম আহসান জুয়েল প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন – জুলাই আন্দোলনে ডাক্তারদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তারা একদিকে যেমন আহতদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, তেমনি অন্যদিকে আন্দোলনকারীদের মনোবল বৃদ্ধিসহ বিভিন্নভাবে আন্দোলনে সক্রিয় সমর্থন জুগিয়েছেন।
জুলাই আন্দোলন, যা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিত, তাতে আহতদের চিকিৎসা প্রদানে ডাক্তাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক ডাক্তার আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন এবং তাদের সুস্থ করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেন।এবং তাদের মনোবল বাড়ানোর জন্য বিভিন্নভাবে সহায়তা করেন।
জুলাই বিপ্লবে জাতীয়তাবাদী ডক্টর’স ফোরামের চিকিৎসকরা এগিয়ে এসেছিলেন সবার আগে। আন্দোলনে যেমন তারা ছিলেন অগ্রণী ভূমিকায় ঠিক তেমনি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সেবায়ও তারা ছিলেন প্রথম সারিতে। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি আন্দোলনস্থল ও আহতদের বাড়ি বাড়ি গিয়েও তারা চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উক্ত কর্মসূচিতে জেলা বিএনপি এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, ডাক্তার, নার্স, শিক্ষার্থী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply