আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
২৮ জুন শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে আদালত বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জেলা নিরাপদ খাদ্য অফিস জানায়, জেলার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পঁচা মিষ্টি সংরক্ষণের অপরাধে ২ লাখ টাকা, কুলিয়ারচর উপজেলার জাকির ফুড প্রোডাক্টস অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ প্রদর্শনের দায়ে ১ লাখ, ভৈরব উপজেলার উত্তর ভৈরবপুর এলাকার চাঁদনী বেকারি মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণের অপরাধে ১ লাখ টাকা, একই এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, একই উপজেলার ঘোড়াকান্দা এলাকার মালেক ফুড প্রোডাক্টস অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিবন্ধনবিহীনভাবে খাদ্য উৎপাদনের অপরাধে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন বেকারিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
এই অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের চৌকস টিম।
সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category