আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দাবি আদায়ে কিশোরগঞ্জে এনসিপি’র বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন বুধবার তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজনে, উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় একি স্থানে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ এর নেতৃত্বে ও সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জে জুলাই আন্দোলনের অন্যতম বীর যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কিশোরগঞ্জ জেলার সংগঠক ইকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন এম এ মান্নান, আলমগীর হোসেন, শাফায়াত উল্লাহ সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এনসিপি’র জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category