হুমায়ুন রশিদ জুয়েল:. কিশোরগঞ্জের তাড়াইলে ২০ জুন রোজ শুক্রবার বিকাল ৫ টায় তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অসাধারণ ফুটবল প্রীতি ম্যাচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচ খেলাটি উদ্বোধন করেন, তাড়াইল থানা ওসি সাব্বির রহমান,।
এতে অংশগ্রহণ করেন তাড়াইল থানা পুলিশ একাদশ বনাম তাড়াইল মোবাইল মার্কেট একাদশ।
খেলাটি উপভোগ করতে মাঠের চতুর প্রান্তে ছিল শত সহস্র দর্শক। এই প্রীতি ফুটবল ম্যাচে খেলায়( ১–৩) এক- তিন গোলে তাড়াইল মোবাইল মার্কেট একাদশ বিজয়ী হয়েছে।
এতে আরও লক্ষ্য করা গেছে,
,উপস্থিতি দর্শক এই অসাধারণ প্রীতি ফুটবল ম্যাচ খেলা দেখে, অত্যান্ত আনন্দ উপভোগ করে, তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানকে, পুলিশ জনতার বন্ধু বলে আখ্যায়িত করেছেন।
Leave a Reply