আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

‘নতুন করে করোনার হানা’ সনাক্তের ব্যাবস্থা নেই কিশোরগঞ্জ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নতুন করে বেশকিছু দিন যাবৎ করোনাভাইরাস এবং ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিলেও কিশোরগঞ্জে করোনা সনাক্তকরণের ব্যাবস্থা নেই সরকারি কোন হাসপাতালে জানালেন সিভিল সার্জন।

১৫ জুন রবিবার সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে দেখা যায় রোগীদের লম্বা লাইন। এরমধ্যে অনেক রোগী সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এসেছেন চিকিৎসা করার জন্য।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এম আর সি পি এস (গ্লাসগো), আর.পি.(মেডিসিন) ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতি দিনই কিছু রোগী আসেন তাদের লক্ষণ দেখে বা কথা বলে বুঝা যায় তারা করোনায় আক্রান্ত, কিন্তু পরিক্ষা ছাড়া পজিটিভ বলতে পারছিনা। হাসপাতালের কেন্দ্রগুলোতে করোনা পরীক্ষার কিট না থাকায় সনাক্ত করা যাচ্ছে না। তবে সবাইকে সতর্কতার সহিত মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার পরামর্শ দিচ্ছি।
করোনা পরীক্ষার কিট সম্পর্কে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা : হেলিস রঞ্জন সরকারের জানতে চাইলে তিনি বলেন, নতুন করে সারাদেশে করোনার প্রকোপ দেখা দিলেও আমাদের এখানে করোনা পরীক্ষার কিট বা রি-এজেন্ট না থাকায় কোন পরিক্ষা-নিরীক্ষা হচ্ছে না। আজ আমার একজন স্টাফকে ৫০০ কিট এর চাহিদা দিয়ে ডিজি অফিসে পাঠিয়েছি, কিট গুলো চলে আসলে আশা করছি আগামীকাল থেকেই পরিক্ষা-নিরীক্ষা করা শুরু হবে। এব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ রাখছি, উনারা যে নির্দেশনা দিবেন সে ভাবেই আমরা কাজ করবো। আপাতত করোনার কোন বুথ তৈরির নির্দেশনা নেই। তাছাড়া, আমাদের হাসপাতালে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, প্রস্তুতিমূলক ১১টি বেড রিজার্ভ রাখা হয়েছে এবং আইসিও সম্পুর্ন সচল সহ শতভাগ প্রস্তুতি আমাদের রয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা বলেন, করোনার উপসর্গ রয়েছে এমন রোগী কিশোরগঞ্জ জেলায় থাকতে পারে। কিন্তু, কিট সংকটের কারণে এখনো করোনার কোন রোগী সনাক্ত করা সম্ভব হয়নি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে কিটের চাহিদা পাঠানো হয়েছে, আশা করছি ৩০০ কিট আসবে এবং আগামী ২/১দিনের মধ্যেই টেস্ট করা শুরু হবে।

দেশে এখন দুই রোগেরই প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে, ডেঙ্গু আক্রান্তের হার ক্রমশ বেড়েই চলেছে। এমনকি ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে ডেঙ্গুর তুলনায় করোনা সংক্রমণের হার এখনও কিছুটা কম। এই মুহূর্তে কিশোরগঞ্জে ৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এই দুই সংকট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে সবাইকে জনপরিসরে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category