আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান বিজয়ী

আল আমিন, নরসিংদী: নরসিংদীর মাধবদী মহাবিদ্যালয় কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন: জনাব মোঃ ইয়াহইয়া (প্রতীক: ছাতা), যিনি ১৭৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জনাব মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া (প্রতীক: আনারস) এবং ১৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জনাব মোঃ আহসান উল্লাহ (প্রতীক: বাইসাইকেল)।
এর আগে নির্বাচনে চূড়ান্তভাবে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ীদের পাশাপাশি অন্য প্রার্থীরা ছিলেন জনাব ওমর ফারুক (প্রতীক: মোরগ) ১০২ ভোট এবং জনাব লোকমান হোসেন সরকার (প্রতীক: দেয়াল ঘড়ি) ১০৮ ভোট পেয়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ ও বৈরী আবহাওয়ার কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। প্রায় ১৩৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ২৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ২১.১৬ শতাংশ।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা কলেজের পরিবেশ উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category