আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মাধবদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১মে শনিবার দুপুরে মাধবদী এস পি ইনস্টিটিউশন স্কুল মাঠে মাধবদী পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. মোঃ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী পৌর যুবদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল বাতেন শাহীন, সাবেক সদস্য আনোয়ার হোসেন আনু, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম এবং শহর যুবদলের সদস্য সচিব জোবায়ের নকিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category