আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় কিশোরগঞ্জে কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল ও নজিরবিহীন এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৯টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড.মাওলানা মোঃ সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  ড.শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে দলটি প্রকাশ্য কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এই ১৭ বছর পর কিশোরগঞ্জে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা নির্বাচন চায়, সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক বিচার এবং সংস্কার কতটা জরুরি। বিচার এবং সংস্কার ছাড়া ডামি নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তাই সংস্কার এবং বিচার তারপর নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হবে না।
তিনি আরও বলেন-বিচারের নামে যারা নিরাপরাধ মানুষগুলোতে হত্যা করেছে, দফায় দফায় গণহত্যা চালিয়েছে আগে তাদের বিচার হওয়া দরকার।

এখন অনেকে জেনে হোক, না জেনে হোক বা তাদের বিভিন্ন চিন্তার কারণে হোক তারা দ্রুত নির্বাচন চায়। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা নির্বাচনের মতো না হয় সেটা জাতির জন্য অমঙ্গল হবে। যে কারণে আমরা ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন করলাম সেই আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে।
তাই, বিচারের আগে কোন নির্বাচন হবে না, সংস্কার এবং বিচারের পরেই হবে নির্বাচন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন প্রায় ২০ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর জমায়েত দেখা গেছে। ফজরের নামাযের পর থেকে জেলার ১৩টি উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সুশৃঙ্খল ও নজিরবিহীন উৎসবমুখর পরিবেশে মিছিলে মিছিলে সম্মেলনে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category